Friday 8 January 2016

কম্পিউটারের জন্য কঠিন এবং শক্তিশালী (BITDefender) টোটাল সিকিউরিটি ২০১৫ সাথে লাইসেন্স Key



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

সবাই অবশ্যই আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের কম্পিউটারও নিশ্চয়ই ভালো আছে। ভালো থাকলেই ভালো। পিসিকে সুস্থ্য রাখার জন্য একজন ডাক্তার প্রয়োজন আর সেটা হলোি এন্টিভাইরাস। যা পিসি সবসময় সুরক্ষিত রাখার চেষ্ট চালিয়ে যায়। কিন্তু যাদের পিসি ভাইরাসে আক্রান্ত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য আজকের এই টিউন। আজ থাকছে পিসির জন্য টোটাল সিকিউরিটি ২০১৫। আমি মনে করি আজকের এন্টিভাইরাসটি অন্যান্য এন্টিভাইরাস থেকে ব্যাতিক্রম। যেমন:


  • এটা নট ফর রিসেল
  • কুইক, সিস্টেম, ম্যানেজ, কাস্টম স্ক্যানের ব্যবস্থা
  •  আছে রেসকিউ মুড
  • ফায়ারওয়াল
  • ওয়েব প্রটেকশন
  • ডাটা নিরাপত্তা
  • ওয়ান ক্লিক অপটিমাইজার
  • স্টার্টআপ অপটিমাইজার
  • পিসি ক্লিন-আপ
  • ডিস্ক ডিফ্রাগমেন্টার
  • রেজিস্ট্রি ক্লিনার
  • রিজিস্ট্রি রিকভারি
  • ডুপলিকেট ফাইন্ডার ইত্যাদি আরও অনেক কিছু।
এর বাকী চেহারা



কীভাবে লাইসেন্স কী প্রবেশ করাবেন চিত্রে দেথুন:




DOWNLOAD LiNk

একবার চালিয়ে দেখেন। ভালই লাগবে। চেষ্টা করলাম কিছু দেওয়ার জন্য। জানিনা কতটুকু উপকার করতে পেরেছি। দোয়া করবেন। পরামর্শ দেবেন।

ভাল থাকবেন। সুস্থ্য থাকবেন। ধন্যযোগ

0 comments:

Post a Comment

Created By Sora Templates