Thursday 21 January 2016

আপনার কম্পিউটার এর উইন্ডোস ভারি হয়ে গেলে কি করে তা আবার হালকা করবেন, আসুন একটু সময় নষ্ট করে দেখে যান, আপনার উপকার হবে।

আসসালামু আলায়কুম

============================================

কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আপনাদের সামনে একটি গুরত্ত পূর্ণ টিউন নিয়ে এলাম, যেটা আপনার কম্পিউটার এর জন্য খুবি গুরুত্ত পূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে চলুন আসল কথায় জাওয়া যযাক।

========================================================

বিশেষ করে যারা নতুন কম্পিউটার চালাচ্ছেন তাদের জন্য এই টিউন টি, আমারা আনেকে কম্পিউটার ভাল চালাতে পারি কিন্তু কম্পিউটার কিভাবে পরিষ্কার রাখতে হয় সেটা জানি না। যার কারনে আপনার কম্পিউটার এর টেম্পোরারি ফাইল বেড়েই চলে, এক সময় দেখা যাই আপনার কম্পিউটার ভারি হয়ে গেছে, তখন আস্থির পারভেজ হয়ে ওঠেন তারপর আপনার কম্পিউটার এর উইন্ডোস পরিবর্তন করেন।তাই এরকম সমস্যা হলে যেন আর পরিবর্তন না করা লাগে সেই পদ্ধতি আজা আমি আপনাদের দেখাব।
যারা ভাল এডভান্স জানেন তারা হয়ত রান এ যেয়ে সেখানে অনেক কোড লিখে তারপর টেম্পোরারি ফাইল ডিলিট করেন, আর কষ্ট করে কোড না লিখে এবার এক ক্লিক করেই সব মুছে ফেলুন।
এক ক্লিক করেই সব মুছে ফেলতে প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
DOWNLOAD LINK: Temporary_Delete.exe
এবার সফটওয়্যার টি ওপেন করুন, ব্যাস তারপর দেখবেন এমনি এমনি সব ফোল্ডার ওপেন হয়ে গেছে, সেই সমস্ত ফাইল কন্ট্রোল + A চেপে সব একসাথে মার্ক করে, শিফট চেপে ডিলিট চেপে ইন্টার দিয়ে সব মুছে ফেলুন। তারপর দেখুন আপনার কম্পিউটার আগের থেকে এখন কত ফাস্ট।
সবাই ভাল থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে।

এখনি “Windows XP/Vista/7/8/8.1/10″ কে বানিয়ে ফেলুন “Apple Mac OS X” এর মতো।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


আসসালামু আলাইকুম, সবাই কে শুভ রাত্রি জানিয়ে শুরু করছি আজকের টিউন,  ক্যামন আছেন সবাই ? আশা করি আল্লাহ্‌ পাক আপনাদের সকল কে সুস্থ রেখেছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে, আর কথা বাড়াবোনা চলে যাই আসল বিষয়ে।


আমরা অনেকেই Apple Mac পছন্দ করে থাকি, আমাদের বেশী প্রচালিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যার কারনে ম্যাক ইউজার খুবই কম। কিন্তু হুবাহু ম্যাক নাহলে ও আজ আমরা ম্যাকের স্কিনের মজা নিব, ছোট্ট একটি সফটওয়্যার এর মাধ্যমে, যেটা আপনাকে হুবাহু ম্যাকের মতো দেখাবে। নিচে কিছু স্কিনশট দেয়া আছে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন।

চলুন তাহলে দেখা যাক, উইন্ডোজে "Mac OS X"।

এই সফটওয়্যার টি "Windows XP, Vista, 7, 8, 8.1, 10 " সব অপারেটারে Support করে।  

প্রথমে সফটওয়্যারটি নিচের লিংকে ক্লিক করে নামিয়ে নিনঃ 

SkinPack Mac LastVersion.sfx.exe

(যদি কোন "password" চাই thole skinpacks.com দিন)
ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যার টি ইন্সটল দেয়ার পর "Restart" দিন আর দেখুন আপনার পিসি কে নতুন রুপে। 









আশা করি সফটওয়্যার টা আপনাদের কাছে ভাল লাগবে, আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আল্লাহ্‌ হাফেজ।

এখন থেকে নতুন সিম কিনতে যা যা লাগবে তা জেনে রাখুন [২০১৬]

এখন থেকে নতুন সিম কিনতে যা লাগবে
আঙুলের ছাপ ছাড়াও নতুন সিম কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে মুঠোফোন সিম নিবন্ধন করা হলে এর মেয়াদ থাকবে সর্বোচ্চ ছয় মাস। এ সময়ের মধ্যে এনআইডি দিয়ে নিবন্ধন না করলে চালু থাকা ওই সিমটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে নতুন মুঠোফোন সংযোগ কেনার ক্ষেত্রে এনআইডিই ব্যবহার করতে হবে।
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে বা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে সর্বোচ্চ ২০টি সিম রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
নতুন সিম কিনতে সঙ্গে নিতে হবে:
১. পাসপোর্ট আকারের দুই কপি ছবি
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (মূল কপি সঙ্গে রাখা ভালো)
৩. ব্যাকআপ ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস প্রভৃতি তথ্য
মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, নতুন সিম কেনার ক্ষেত্রে এই তথ্যগুলো আগেও লাগত, তবে এখন তা বাধ্যতামূলক। কেউ চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো ছবিযুক্ত শনাক্তকরণ আইডি ব্যবহার করে সিম কিনতে পারবেন। এর মেয়াদ থাকবে ছয় মাস। এই সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র জমা দিলে সিম নিবন্ধন থাকবে তা না হলে সিম বন্ধ হয়ে যাবে।
যে বিষয়ে সচেতনতা দরকার:
১. অপরিচিত বা কারো ব্যবহৃত কোনো সিম কার্ড কেনার বিষয়ে সতর্ক থাকুন
২. কাগজপত্র ছাড়া সিম কার্ড কিনবেন না
৩. অপরিচিত কারও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড কেনার বিষয়ে সচেতন থাকুন।

ভালো লাগলে আমার ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না কিন্তু।

আপনার পিসি/ ল্যাপটপ টিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই রাউটার ফ্রী তে।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। এটা আমার প্রথম টিউন, তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আজকাল আমরা কম বেশি সবায় জরুরি কাজ মোবাইল বা ট্যাব এ সেরে ফেলি কিন্ত প্রত্যেক ডিভাইসে আলদা করে ইন্টারনেট এর খরচ আমাদের অনেকের পক্ষে চালানো সম্ভব হয় না। তাই আমরা রাউটার এর উপর ভরসা করি। মূল কথায় ফিরে আসি কি ভাবে আপনার ল্যাপটপ টিকে বানাবেন ওয়াইফাই রাউটার ফ্রী তে। তা হল আমাদের  ল্যাপটপ এয়  ওয়াইফায়
রিসিভার রয়েছে, আমরা এইটিকে ওয়াইফাই সেনডার বানাব, এইটাকে হটস্পট ও বলা হয়ে থাকে। মাই ওয়াইফাই রাউটার সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে ওয়াইফাই হটস্পট বানিয়ে ফেলা যাই কোন জামেলা ছাড়া।

ডাউনলোড লিঙ্ক -   এখানে ক্লিক করুন 16.6mb  ।
সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন ক্রা ক ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াইফাই বাটন প্রেস করা। আসাকরি কোন সমস্যা হবার কারন না আর ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।  ভাল থাকবেন,কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

এবার ৩০০+ Boot Animations আপনার হাতে। পছন্দ করুন কখন কোনটি ব্যবহার করবেন। (Android root user only)

আশা করি সবাই ভালো আছেন। আপনাকে যদি প্রশ্ন করি~
আপনি সেট রুট করেছেন কেন ? আপনি সহজ উত্তর দিবেন – বাড়তি সুবিধা পাওয়ার জন্য। সেট
রুট করলে বহু সুবিধা আছে। তার মধ্যে থেকে আজকে আমরা দেখব, কিভাবে খুব সহজে আমরা
আমাদের সেটে Boot Animations পরিবর্তন করব। আজকে আপনাদের জন্য থাকছে ৩০০+
Boot Animations .
শুরু করা যাক –
১। এখান থেকে Busy box apk download করে ইন্সটল দিন।
২। ওপেন করুন। superuser permission চাইলে allow করুন। ইন্সটল এ ক্লিক করুন। ইন্সটল
সম্পন্ন হলে ফোন restart দিন।



৩। এবার এখান থেকে Boot Animation apk download করে ইন্সটল দিন।
৪। আপনার সেটের data connection অন করুন। (M.B থাকতে হবে)
৫। ওপেন করুন। superuser permission চাইলে allow করুন।
৬। এবার server option এ আপনি ৩০০+ Boot Animation ফাইল দেখতে পাবেন।

৭। আপনি যে Boot Animation পছন্দ করবেন সেটার উপর ক্লিক করুন। অপশন দিলে
download এ ক্লিক করুন।
৮। এভাবে এখান থেকে আপনি ৩০০+ Boot Animations download করতে পারবেন। একবার
download করলে পুনরায় ঐ ফাইলটি আর download করতে হবে না।

৯। আপনি যে Boot Animations গুলো download করবেন তা মেনু থেকে ব্যাকআপ রাখতে
পারবেন। পরে restore করতে পারবেন।
১০। মেনু থেকে preview current থেকে আপনি ইন্সটলকৃত Boot Animations টি দেখতে
পারবেন।
১১। download কৃত Boot Animations এ টিক দেওয়া থাকবে। আপনি যেটা সেট করতে চান
তার অপশন থেকে ইন্সটল এ ক্লিক করুন।

১২। Menu-More-Preference থেকে আপনি Boot Animations enable/disable/remove
করতে পারবেন।
১৩। আপনি Animated gif কে Boot Animations, Boot Animations কে Animated gif
তৈরি করতে পারবেন।
১৪। SD Card থেকে Boot Animations ইন্সটল দিতে পারবেন।
১৫। Boot Animations এর সাইজ সেটের উপযোগী করে ব্যবহার করতে পারবেন।

Sunday 10 January 2016

নিয়ে নিন নতুন ভার্সন এর Formate Factory Latest Converter Softwere – 3.8.0 Version

আসসালামু ওয়ালাইকুম সবাইকে।
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো এক নতুন কনভার্টার সফটোয়্যার নিয়ে।যা শুধুমাত্র কম্পিউটারের জন্ন্য।
চলুন দেখে নেওয়া যাক কিছু স্ক্রিনশটস এবুং কিছু Details.

...:: Screnshots ::...

...:: Information ::...

Provides functions below:
All to MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF。
All to MP3/WMA/AMR/OGG/AAC/WAV。
All to JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA。
Rip DVD to video file,Rip Music CD to audio file.
MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format.
Supports RMVB,Watermark,AV Mux.
এটি একটি জটিল কনভার্টার সফটোয়ার যা দিয়ে খুব সহজেই যেকোনো ভিডিও কনভার্ট করা যাবে। এবং যেকোনো সাইজ এর ফাইল বানানো যাবে। ভিডিও থেকে এমপি- থ্রি, ভিডিও সাইজ কমানো বাড়ানো, পিকচারস কনভার্ট, ভিডিও ফ্রেম যক করন ও করা যায়।
এটিও একটি পেইড ভার্সন সফটওয়্যার। যা নেট থেকে কিনা হয়েছে। হ্যা এখন এটা ফ্রি তেও পাওয়া যায় কিন্তু আমি মনে করি যে ওইটা থেকে এটা ভালো হবে। কারন ওটা ফ্রি আর এটা পেইড। সবাই জানেন যে পেইড ভার্সন এ সকল ফাংশন বেশি বেশি থাকে, তাই আমি এটা আপনাদের বলোবো যে সবাই ব্যবহার করবেন খুব ভালো লাগবে এবং খুব কম সময়ে সকল ফাইল কনভার্ট করতে পারবেন।

Format FactoryV3.8.0.0a multifunctional media converter tool.


  • Ver:V3.8.0.0
  • Update:20151021
  • Size:53M
  • System:Windows

নিয়ে নিন এন্ড্রোয়েড জন্য ১২ টি প্রয়জনীয় রূট অ্যাপ, নিন রুট করার আসল মজা

আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ

১। Device Control:  আপনি CPU ও GPU ফ্রিকোয়েন্সি, কম্পন শক্তি, তাপমাত্রা, ভোল্টেজ নিয়ন্ত্রণ, এবং কার্নেল সহ এই অ্যাপ্লিকেশন দিয়ে সব ধরণের সেটিংস বদলাতে পারেন. আরও আছে অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা সমর্থন এমনকি একটি অটোমেশন বৈশিষ্ট্য, এবং সিস্টেম কনফিগারেশন এডিটর সব বিল্ট ইন ফাইল একটি সম্ভাব্য শক্তিশালী অ্যাপ্লিকেশন.
ডাউনলোড করুন এখান থেকে

২।System App Remover: যারা রুট করতে চান সর্বপ্রথম সিস্টেম অ্যাপ রিমুভ করতে চান েবং bloatware থেকে নিজেদের মুক্ত করা এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সবকিছু আনইনস্টল করতে পারেন. তাদের পুনরায় সংগঠিত, একযোগে একাধিক অ্যাপ্লিকেশান আনইনস্টল করতে পারেন. এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার আনিন্সটল করা অ্যাপ এর ব্যাক আপ করে রাখে বলে আপনি এটা ট্রাই করতে পারেন
ডাউনলোড করুন এখান থেকে

৩। System Tuner: আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ঠিক কি ঘটছে বিশ্লেষণ এবং এই অ্যাপ্লিকেশন এর সঙ্গে সুর মিলিয়ে এর কর্মক্ষমতা tweaks করতে পারেন। tweak CPU settings, kill background processes and apps, backup and restore apps and their settings, tweak cache and memory settings করতে পারেন এওবং তাদের সেটিংস পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন কিন্তু আপনি পরিবর্তন করে শুরু করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে পারেন.
ডাউনলোড করুন এখান থেকে

৪। adblock root app: সেট এর ব্রাউজার থেকে শুরু করে সব এড অফ করে। দারুন কাজের অ্যাপ
ডাউনলোড করুন এখান থেকে

5.Quick Boot (Reboot):এটার নাম দেখেই বুজতেছেন এর কাজ কি। এটা তারাতারি বূট মানে রিস্টার্ট করতে পারে এবং সহজে ডাটা সেভ করে ফোন রিস্টার্ট করে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

6.SuperSU:এটা আপনার রূট করার পর পাওয়া SuperSU
এর থেকে অনেক বেশী কাজ করবে।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

7.Titanium Backup:খু গুরুত্বপুর্ন অ্যাপ। আপনার ফোনের সব কিছু ব্যাক আপ করতে পারবেন যা পর্বতি তে আগের মত করে দেবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

৮.Flashify ঃ এর মাদ্ধমে আপনারা আপনাদের ফোনে কাস্টম রোম ইন্সটল করতে পারবেন। সাথে আরও অনেক কিছু করতে পারবেন। সাথে আপনার ফোন এর ফুল ব্যাক আপ করতে পারেন।
এটা খু এফেক্টীভ এবং সহজে ব্যবহারযোগ্য
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

৯.Full!Screen: এটার দ্বরা আপনারা আপনার ফোনের ফুল স্ক্রীন ইউস করতে পারবেন। এটা আপমার সফট কি এবং notification bar কে হাইড করে এবং ইচ্ছা মত যেখা ইচ্ছা সেখানে সফট কি স্থাপন করতে পারবেন । সাথে  notification bar কাস্টমাইজ করতে পারবেন
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

১০.GMD Auto Hide Soft Keys:এটাও ফুল স্ক্রীন এর মত এবং দেখুন আপনার কোনটা ভাল লাগে। দুইটার ই আলাদা আলাদা ফিচার
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

১১.Greenify:রুট করার সবথেকে বড় উপকার হল এই অ্যাপ। এটি আপনার battery  সহজে চার্জ হতেই দেবে না। ব্যাটারি কম যাবার আসল স্বাদ এই অ্যাপ যা শুধু রূট করলেই বুঝবেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কিভাবে ডাউনলোড  করবেন?
  1. প্রথমে Download Now  এ ক্লিক করুন
  2. ২য় পেজে click here to download এ ক্লিক করুন

3
পিসি তে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না, কিন্তু তাও কোন সমস্যা হলে ফায়ারফক্স ইউস করতে পারেন। মোবাইল থেকে ডাউনলোড করতে সমস্যা হলে uc browser থেকে ডাউনলোড করুন।  uc browser থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। চিত্রের যায়গায় ক্লিক করলেই ডাউনলোড হবে।
Created By Sora Templates