Thursday 21 January 2016

এখনি “Windows XP/Vista/7/8/8.1/10″ কে বানিয়ে ফেলুন “Apple Mac OS X” এর মতো।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


আসসালামু আলাইকুম, সবাই কে শুভ রাত্রি জানিয়ে শুরু করছি আজকের টিউন,  ক্যামন আছেন সবাই ? আশা করি আল্লাহ্‌ পাক আপনাদের সকল কে সুস্থ রেখেছেন। আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে, আর কথা বাড়াবোনা চলে যাই আসল বিষয়ে।


আমরা অনেকেই Apple Mac পছন্দ করে থাকি, আমাদের বেশী প্রচালিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যার কারনে ম্যাক ইউজার খুবই কম। কিন্তু হুবাহু ম্যাক নাহলে ও আজ আমরা ম্যাকের স্কিনের মজা নিব, ছোট্ট একটি সফটওয়্যার এর মাধ্যমে, যেটা আপনাকে হুবাহু ম্যাকের মতো দেখাবে। নিচে কিছু স্কিনশট দেয়া আছে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন।

চলুন তাহলে দেখা যাক, উইন্ডোজে "Mac OS X"।

এই সফটওয়্যার টি "Windows XP, Vista, 7, 8, 8.1, 10 " সব অপারেটারে Support করে।  

প্রথমে সফটওয়্যারটি নিচের লিংকে ক্লিক করে নামিয়ে নিনঃ 

SkinPack Mac LastVersion.sfx.exe

(যদি কোন "password" চাই thole skinpacks.com দিন)
ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যার টি ইন্সটল দেয়ার পর "Restart" দিন আর দেখুন আপনার পিসি কে নতুন রুপে। 









আশা করি সফটওয়্যার টা আপনাদের কাছে ভাল লাগবে, আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আল্লাহ্‌ হাফেজ।

0 comments:

Post a Comment

Created By Sora Templates