Thursday 7 January 2016

Windows Key- এর যত ব্যবহার !



Windows Key-এর ব্যবহার হইতো অনেকেরই  জানা বিষয়। কিন্তু আমার মত যারা কম জানেন অথবা নতুন ইউজার তাদের জন্য আমার আজকের এই টিউনটি।

Windows: Start menu দেখাবে।
Windows + D: সকল windows মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ হবে।
Windows + E: Windows Explorer দেখাবে।
Windows + F: Search for files দেখাবে।
Windows + Ctrl + F: Search for computer দেখাবে।
Windows + F1: Help and Support Center ডিস্প্লে করবে।
Windows + R: Run dialog box চালু হবে।
Windows + break: System Properties dialog box ডিস্প্লে করবে।
Windows + shift + M: সকল windows মিনমাইজ আনডু হবে।
Windows + L: workstation লক হেব।
Windows + U: Utility Manager ওপেন হবে
Windows + Q: ইউজারের Quick switching হবে (Powertoys only)
Windows + Q: Windows Key চেপে হোল্ড করে Q চাপলে বিভিন্ন ইউজার স্ক্রল হবে।

0 comments:

Post a Comment

Created By Sora Templates